সুয়ারেজের বিশ্বকাপ শেষ

: এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
: ১০ years ago

sauharaj_‍SwadeshNews24মুহূর্তের ‘পাগলামিতে’ নিজের বিশ্বকাপটাই শেষ করে দিলেন লুইস সুয়ারেজ। প্রতিপক্ষের খেলোয়াড়ের কাঁধে কামড় দেওয়ায় শাস্তি নিজেই ডেকে আনলেন এই উরুগুইয়ান স্ট্রাইকার। ওই কামড়ের কারণে লুইস সুয়ারেজকে পরবর্তী ৯ ম্যাচ ও চার মাসের জন্য যেকোনো ধরনের ফুটবলে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাঁকে বহিষ্কারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। শুধু তাই নয় ওই ঘটনার জন্য নিষিদ্ধের পাশাপাশি সুয়ারেজকে ৬৫ হাজার ৮০০ পাউন্ড জরিমানা করেছে ফিফা।

জানা যায়, এর আগেও খেলার মধ্যে দুবার প্রতিপক্ষের খেলোয়াড়ের শরীরে দাঁত বিঁধিয়ে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন তিনি। প্রতিটি নিষেধাজ্ঞাই ছিল বড় ধরনের। বিশ্বকাপের ময়দানে এমন অপকর্ম করে পার পেয়ে যাবেন—এমনটা বোধ হয় ভাবেননি কেউই।

গত মঙ্গলবার নকআউট পর্বে ওঠার লড়াইয়ে ইতালির গিওর্গিও চিয়েল্লিনিকে কামড় দিয়ে আলোচনায় আসেন সুয়ারেজ। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হওয়ায় তদন্ত শুরু করে ফিফা। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় সুয়ারেজকে এ শাস্তি দেওয়া হয়েছে।