এমনিতেই স্পষ্ট কথা বলার লোক মুহিকো ফিফার দেয়া নিষেধাজ্ঞাকে ‘ফ্যাসিবাদী নিষেধাজ্ঞা’ বলেছেন।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইতালির জর্জো কিয়েল্লিনিকে কামড় দেয়ার কারণে ফিফা উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেসকে ৪ মাসের জন্য যেকোনো ধরণের ফুটবল থেকে নিষিদ্ধ করে। উরুগুয়ের হয়ে ৯ ম্যাচের জন্যও নিষিদ্ধ করা হয় তাকে।
এর পর শেষ ষোলোতে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। দেশে ফেরার পর দলকে অভিনন্দন জানাতে গিয়ে ফিফাকে গালি দেন মুহিকো।
গালি দিয়ে হাত দিয়ে মুখ ঢাকার ভানও করেন উরুগুয়ের প্রেসিডেন্ট। রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন, মন্তব্যটি তিনি ফিরিয়ে নিতে বা অন্যরকম করে করতে চান কিনা।
বামপন্থী সাবেক এই গেরিলা তখন তার এই মন্তব্যই প্রচার করতে বলেন সাংবাদিকদের।