লাল রঙা দৃষ্টিনন্দন হেলিকপ্টার উড়ে এসে নামলো। চারপাশটা নাড়িয়ে দিলো কপ্টারের পাখার হাওয়া। কপ্টারের দরজা খুলতেই চোখে পড়লো এক তরুণী বসে আছেন। লাল পোশাক আর রাঙা ঠোঁটে তাকে লাল পরীর মতোই দেখাচ্ছিল। তার দু’চোখ ঢাকা সানগ্লাসে।
কপ্টার থেকে নেমে হেঁটে আসতেই চেনা গেলো তিনি অভিনেত্রী মাহিয়া মাহি। এটা তার ব্যক্তিগত কোনো হেলিকপ্টার না। দৃশ্যটি ‘হানিমুন’ ছবির। সাভার গলফ ক্লাব মাঠে এ দৃশ্যের চিত্রায়নের জন্যই কপ্টারটি ভাড়া করা হয়েছে।
তিনি বললেন, ‘এতক্ষণ ‘হানিমুন’ ছবির কাজ করছিলাম। ওই ছবির চিত্রায়নে ব্যবহার করা হয়েছে এটি হেলিকপ্টার।’
সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘হানিমুন’-এ মাহির সঙ্গে অভিনয় করছেন বাপ্পী।