বিশ্বকাপ শেষ নেইমারের

: এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
: ১০ years ago

neymarনেইমারের বিশ্বকাপ এখানেই শেষ। কলম্বিয়ার বিপক্ষে খেলার সময় পিঠের দিকে আঘাত লাগে নেইমারের। আর সেই আঘাতেই থেমে গেল এই বার্সা তারকার বিশ্বকাপ যাত্রা।

পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় নেইমারের ভারটেব্রা ফেটে গেছে। আর এতেই তিনি ছিটকে পড়লেন বিশ্বকাপের বাকি ম্যাচগুলো থেকে। ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এই সংবাদটা দেয়া সহজ নয়। কিন্তু তবু এটাই সত্য যে বিশ্বকাপের বাকি ম্যাচ গুলো খেলতে পারবেন না নেইমার। একসাপ্তাহের মধেও সে ভাল হতে পারবে না। ’

সেলেকাওদের ২-১ ব্যবধানে জয়ের এই দিনে নেইমারকে পেছন থেকে টেনে ধরেন কলম্বিয়ার জুয়ান জুনিগা। এবং সংঘর্ষ ঘটে তখন। সেই সময়ই ব্যাথায় কাতরে পড়ে মাঠ ত্যাগ করেন ৪ গোল করা ব্রাজিল সেরা এই ফরোয়ার্ড। আর পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখে পরবর্তী ম্যাচে নামতে পারবেন না ব্রাজিলের সেরা ডিফেন্ডার থিয়াগো সিলভা।

স্কলারি অবশ্য বলেছেন যে সিলভা-নেইমারের অনুপস্থিতিতেও তাদের এগিয়ে যেতে হবে। আর নেইমারের সঙ্গে সংঘর্ষ নিয়ে জুনিগা বলেন, ‘আমার তাকে আঘাত করার কোন ইচ্ছা ছিল না। আমি শুধু ‍ডিফেন্ড করছিলাম।’ যাইহোক নেইমারের বিদায়ে বড় ধরনের আঘাতই লাগল ব্রাজিল শিবিরে। কারণ তার উপরই যে ছিল ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন।