গোবিন্দগঞ্জের লাশ অবশেষে হস্তান্তর ॥ কে থামাবে শিশুটির কান্না!

Gaibandha-Gobi Photo আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ দু’দিন ধরে মর্গে পড়ে থাকার পর অবশেষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় নিহত অজ্ঞাত নারীর (৩০) লাশ সেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে অনিশ্চিত হয়ে পড়ল ওই নারীর কোলের দু’বছরের মেয়েটির ভবিষ্যত। কে থামাবে অবুঝ-অসহায় ওই শিশুর কান্না! দুর্ঘটনায় আহত শিশু মেয়েটি ভাঙা পা নিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হাউ-মাউ করে কাঁদছে আর মাকে ডাকছে। কে দেবে সাড়া শিশুটির ডাকে! কে এসে দাঁড়াবে পাশে? রোববার রাতে লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ। তিনি বলেন, অজ্ঞাত ওই নারীর পরিচয় উদ্ধারে মাইকিংসহ সব ধরনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে অবশেষে রোববার বিকেলে লাশটি হস্তান্তর করা হয়। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার কামারদহ ইউনিয়নের ফুলবাড়ি (কাটাখালি ব্রিজ সংলগ্ন) এলাকায় দুর্ঘটনার শিকার হন ওই নারী ও কোলের শিশুটি। মেয়েকে কোলে নিয়ে সড়কের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা নিহত হন। গুরুতর আহত হয় শিশুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *