রাজধানীর বনানী এলাকা থেকে শারমিন (১৬) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বনানীর ১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এরপর লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, ওই বাসার বারান্দায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় শারমিনের লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, শারমিন ওই বাড়িতে প্রায় ১৫ মাস ধরে কাজ করছিল। তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে ধারণা করা হচ্ছে।