এরশাদের জীবনই কেটেছে রক্তপাতের মধ্যদিয়ে: রিজভী

rizvi_bnp_ershad_swadeshnews24নির্লজ্জ মিথ্যাবাদী এরশাদ বহু রক্তপাতকে পেছন থেকে উস্কে দিয়েছেন মন্তব্য করে বিএনপির যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এরশাদের জীবনই কেটেছে লোভ, হত্যা-খুন আর রক্তপাতের মধ্যদিয়ে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যায় এরশাদ জড়িত। আর সেটা জেনারেল মঞ্জুর প্রকাশ করে দিতে পারে এমন আশঙ্কায়ই এরশাদ মঞ্জুরকে হত্যা করেছেন। তৎকালীন বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল সদরুদ্দিনের উদ্ধৃতি দিয়ে তিনি এ অভিযোগ করেন।

রবিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকারের সাথে আতাত করে তিনি তার চাকরী করে গেছেন। তার স্বাধীনতা বিরোধী ভূমিকার কারণে তিনি সেনাবাহিনীতে কখনোই সমাদৃত ছিলেননা। কিন্তু কপট ও সুচতুর এরশাদ কখনোই সুযোগের সদ ব্যবহার করতে ভুল করেন নি। সেনাবাহিনীর মধ্যে নানা বিরোধ উস্কে দিয়ে তিনি তার ক্ষমতার পথ কে মসৃণ করেছেন। তিনিই প্রথম রাজনীতিবিদ, শ্রমিক নেতা ও ছাত্রদের টাকা দিয়ে কিনে রাজনীতিকে কলুষিত করেছেন।

শনিবার একটি পত্রিকায় এরশাদের লেখা প্রবন্ধের বিভিন্ন দিক তুলে ধরে রিজভী আহমেদ বলেন, এরশাদের ওই লেখায় তিনি ইতিহাস নিয়ে নির্জলা মিথ্যাচার করেছেন। তার লেখাটি পড়লে বুঝা যাবে যে লেখাটি প্রধানমন্ত্রী বরাবর তার অভিমানমূলক অভিযোগ পত্র। এতে বুঝা যায় যে, তাদের মধ্যে সরকারের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে। ওই লেখায় এরশাদ কন্ঠরুদ্ধ অভিমানে ফেটে পড়েছেন।

প্রসঙ্গত, গত ১২ জুলাই শনিবার দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘মাননীয় প্রধাণমন্ত্রী সমীপে আমার কিছু কথা’ শিরোনামে একটি কলাম লেখেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সেখানে তিনি নিজেকে বৈধভাবে ক্ষমতায় এসছেন দাবি করে বলেন, আমি কখনোই বলি না যে- আমি গণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসেছিলাম। তবে দ্ব্যর্থহীনভাবে একথা বলতে পারব যে- ক্ষমতা আমি দখল করিনি, ক্ষমতা আমাকে দেওয়া হয়েছিল এবং আমার ক্ষমতা গ্রহণকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসেছি। ইতিহাস তার সাক্ষী। অন্যদিকে জিয়াউর রহমান রক্তপাতের মধ্য দিয়ে ক্ষমতা দখল করেছিলেন বলেও দাবি করেন তিনি।

এরশাদ তার কলামে লিখেছেনন, জিয়া সাহেব ক্ষমতায় এসেছেন রক্তপাতের মধ্য দিয়ে। তার ক্ষমতায় আসার সোপান তৈরি হয়েছে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে। তারপর ৩ নভেম্বর এবং ৭ নভেম্বরে রক্তে ভেজা পথ পেরিয়ে জেনারেল জিয়া ক্ষমতায় এসেছেন।

আর আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে এবং দেশের স্বার্থে আমি তা গ্রহণ করেছি। জেনারেল জিয়া ক্ষমতায় এসেছেন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আর আমি ক্ষমতায় এসেছি রাষ্ট্রপতি কর্তৃক সামরিক আইন জারির কারণে। জেনারেল জিয়া ক্ষমতা গ্রহণ এবং আমার ক্ষমতা গ্রহণের তফাৎ এখানেই। মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই এ বিষয়টি অনুধাবন করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *