মাদারীপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন।
রোববার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো অন্তত ২৫ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, সুগন্ধা পরিবহনের একটি বাস সড়কের পাশের গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে বাসটি ঢাকা যাচ্ছিল। দুপুর পৌনে ২টার দিকে ঘটকচর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি চাম্বল গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি তিনি।