যুক্তরাষ্ট্রে বিমান ছিনতাইকারীর কারাদণ্ড

potts-intro-311x186যুক্তরাষ্ট্রের মায়ামিতে বৃহস্পতিবার উইলিয়াম পটস (৫৭) নামের ব্ল্যাক প্যান্থার অপরাধী চক্রের এক সাবেক সদস্যকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ১৯৮৪ সালে তিনি একটি বিমান ছিনতাই করে কিউবায় নিয়ে গিয়েছিলেন।

উইলিয়াম সাত বছর পর প্যারোলে মুক্তি পাবার যোগ্য হবেন। খবর এএফপি’র।

মার্কিন জেলা জজ মিখাইল মুরে রায় প্রদানের সময় কিউবার জেলে উইলিয়ামের ১৩ বছরের সাজা ভোগের বিষয়টি বিবেচনা করে এ রায় দিয়েছেন।

পটস ১৯৮৪ সালের ২৭ মার্চ পিডমন্ট এয়ারলাইন্সের একটি বিমানের গতিপথ পরিবর্তন করে কিউবায় অবতরণ করান। কিউবায় উইলিয়ামকে কারাদণ্ড প্রদান করা হয়।

পটস ভেবেছিলেন তাকে কিউবায় বৈপ্লবিক অভ্যর্থনা জানানো হবে।

জেল থেকে বের হয়ে এসে হাভানায় তিনি নতুন জীবন শুরু করেন। সেখানে তিনি বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে ফিরে এসে ব্ল্যাক প্যান্থারের সাবেক এই সদস্য আত্মসমর্পন করেন।
তিনি জানান, তিনি যুক্তরাষ্ট্রে তার দুই মেয়ের সঙ্গে দেখা করতে চান।

নভেম্বরে দেশে ফিরে তিনি সিএনএনকে জানান, বিমান ছিনতাইয়ের ঘটনায় তিনি অনুতপ্ত। বিষয়টির কথা মনে করে তিনি মর্মপীড়ায় ভোগেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *