ইরাকে চলমান সহিংসতায় নিরাপত্তাহীনতার কারণে সেখান থেকে দেশে ফিরে এসেছেন আরো ১৫ বাংলাদেশি।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, তারা সবাই ইরাকের ইরবিল বিমানবন্দরে আটকা পড়েছিলেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিরাপত্তাহীনতার কারণে কয়েক দফায় ৫০ জনের বেশি বাংলাদেশি ইরাক থেকে দেশে ফিরেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরাকে চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে স্থানীয় কর্তৃপক্ষ ওই বাংলাদেশিদের মসুল শহর থেকে ইরবিল বিমানবন্দরে পৌঁছে দেয়। সেখানে তারা অসহায় অবস্থায় বাংলাদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন।
ইরাক ও তুরস্কের বাংলাদেশ দূতাবাস তাদের ইরবিল বিমানবন্দরে নিরাপদ অবস্থান এবং বাংলাদেশে প্রত্যাবর্তনের লক্ষ্যে সব ব্যবস্থা গ্রহণ করে।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জীবিকার সন্ধানে অনেক টাকা খরচ করে ইরাকে যাওয়া বাংলাদেশিরা একান্ত বাধ্য না হলে দেশে ফিরতে চাইছেন না।
ইরাকে প্রায় ২০ থেকে ২৫ হাজার বাংলাদেশি রয়েছেন। নিরাপত্তাহীনতার কারণে কেউ দেশে ফিরতে চাইলে বাংলাদেশ দূতাবাস তাদের ফিরে আসতে সহায়তা করছে।