গ্রেফতার পবায় স্কুল ছত্রী অপহরণ॥ আসামী

SwadeshNews24.com-logoরাজশাহী প্রতিনিধি

পবায় বিয়ের প্রলোভন দিয়ে এক স্কুল ছাত্রীকে অপহরন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পবা থানায় একটি অপহরণ মামলা হয়েছে। মামলার মূল আসামী সাগরকে গ্রেফতার করেছে পবা থানা পুলিশ। তবে স্কুল ছাত্রীটিকে উদ্ধারের তৎপরতা চলছে বলে পবা পুলিশ জানিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, পাবনার চাটমোহর উপজেলার লাঙ্গল মোড় এলাকার খলিলের ছেলে সাগর(২৫) পবার বড়গাছী পশ্চিমপাড়ায় বিয়ে করে ঘরজামাই থাকত। সে বিগত ২ মাস যাবৎ একই এলাকার জনৈক ব্যাক্তির কন্যা(১৪) বড়গাছী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে বিয়ের প্রস্তাব করত। গত ৩১ জুলাই দিবাগত রাত ১২ টার দিকে ছাত্রীটিকে বিয়ের প্রলোভন দিয়ে বড়গাছী পশ্চিম পাড়া গ্রামের মৃতঃ ইউসুফের পুত্র খালেক(৪০) ও আলেকের স্ত্রী রনুফা(৩০) এর সহযোগিতায় আসামী সাগর স্কুল ছাত্রীটিকে নিয়ে উধাও হয়। অনেক খোজাখুজি করে তাদের না পেয়ে ছাত্রীর পিতা বাদী হয়ে গতকাল পবা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই

পবা পুলিশ অভিযান চালিয়ে বড়গাছী এলাকা থেকে আসামী সাগরকে আটক করতে সক্ষম হন। গতকাল দুপুরে আসামী সাগরকে বিজ্ঞ আদালতে প্রেরন করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে এবং স্কুল ছাত্রীকে উদ্ধারের জোর তৎপরতা চলছে বলে পবা পুলিশ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *