আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ী সদরের সিনিয়র ফাজিল মাদ্রাসার আয়োজনে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জ্বল হোসেন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ নওশা মাস্টার। অন্যান্যদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আলাহাজ্ব মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, ভাইস প্রিন্সিপাল আঃ মজিদ, শিক্ষক আব্দুল ওয়াহেদ, আব্দুস সোবহান, জাইদুল ইসলাম, আলী রেজা মোস্তফা গোলাপ, রফিকুল ইসলাম বিএসসি ও শিক্ষার্থী মোঃ আরিফ।