মুক্তির ২ দিনেই ৫০ কোটি পার

28142-singham-311x186বলিউড পরিচালক রোহিত শেঠির নতুন সিনেমা ‘সিংহাম রিটার্নস’ মুক্তির দুই দিনেই ৫০ কোটি টাকার ব্যবসা করেছে। এতেই প্রমান হয়ে গেল রোহিত শেঠির আরো একটি সিনেমা ব্লকবাস্টার হিট বা ১০০ কোটির ক্লাবে ঢুকতে চলেছে।

‘সিংহাম’এর সিক্যুয়াল এই সিনেমাটি অজয়ের সঙ্গে প্রযোজনা করেছেন রোহিত শেঠি নিজে। এর আগে রোহিত-অজয় জুটি ‘গোলমাল’ সিরিজ এবং ‘সিংহম’এর মতো ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

এদিকে সমালোচকরা বলছেন, ‘সিংহাম রিটার্নস’এর মুক্তির পর ক্ষতিগ্রস্ত হয়েছে সালমান খানের ‘কিক’-এর ব্যবসা।

ঈদ থেকে বলিউডের সময়টা বেশ ভাল যাচ্ছে। ‘হামসকলস’ মুখ থুবড়ে পড়ার পর পরপর ৩টি সিনেমা ব্যবসা সফল হলো বলিউডে।

সালমানের ‘কিক’ অলটাইম ব্লকব্লাস্টার হিটের তালিকায় নাম লিখিয়েছে। অক্ষয় কুমারের ‘এন্টারটেনমেন্ট’ও হিট হয়েছে। এরপর হিট হলো ‘সিংহম রিটার্নস’।

এছাড়াও বছর শেষে শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ও আমির খানের ‘পিকে’ও ব্যবসা সফল হবে বলেও আশা প্রকাশ করেছেন বলিউড বোদ্ধারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *