২০০৬ সালে বাগেরহাটে র্যাব ও কোস্ট গার্ডের তিন সদস্যকে হত্যার দায়ে ৬ ডাকাতের ফাঁসি ও ৭জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বাগেরহাটের জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। ফাঁসি দন্ডপ্রাপ্তরা হলেন- মোড়েলগঞ্জ উপজেলার গাবগাছিয়া গ্রামের রফিকুল শেখ, কুদ্দুস শেখ, ইদ্রিস শেখ, বাবুল শেখ এবং খাল খুলিয়া গ্রামের আলকাত ফকির ও ইলিয়াস শেখ। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- গাবগাছিয়া গ্রামের আকরাম শেখ, আলম শেখ, বাদশা শেখ, জামাল শেখ, কামাল ওরফে সুমন শেখ, রিয়াজুল শেখ ও হোগলা ডাঙ্গা গ্রামের আসলাম শেখ। অপরাধ প্রমাণিত না হওয়ায় নান্না শেখ ও মিজানুর রহমান নামে দুই আসামিকে খালাস দিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহাম্মদ আলী জানান, আসামিদের মধ্যে খালাস পাওয়া দুইজন ছাড়া বাকিরা সবাই পলাতক। উল্লেখ্য, ২০০৬ সালের ১ ডিসেম্বর ডাকাতির প্রস্তুতি নেয়ার খবর পেয়ে সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে অভিযানে যায় র্যর্যাব ও কোস্টগার্ডের একটি দল। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে এক পর্যায়ে ডাকাতদের কোনঠাসা করে তাদের ট্রলারে উঠে পড়েন র্যাব ও কোস্টগার্ড সদস্যরা। ট্রলারে ডাকাতদের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয় এবং আসামিরা কোস্টগার্ড সদস্য এমএইচ কবির, এমএ ইসলাম ও র্যাব সদস্য পিসি কাঞ্চনকে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরদিন পশুর নদী থেকে ওই তিনজনের লাশ উদ্ধার করা হয়।