আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের দু-গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৪ জনকে বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিস্কৃতরা হলেন- মাওলানা ভাসানী হল শাখার সাধারণ সম্পাদক ও অনিন্দ বাড়ৈ, ইতিহাস বিভাগের মো. এ কে খায়রুজ্জামান ওরফে সঞ্চয়, পরিবেশ বিজ্ঞান বিভাগের শান্ত কুমার নাথ, পদার্থ বিজ্ঞানের ইশতেহাদ আহমেদ বিজয়কে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
গত শুক্রবার রাতে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে শাখা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সোহেল রানা এ মামলা দায়ের করেন।
মামলায় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক কে. এম নুরুন নবী, মওলানা ভাসানী হল শাখার সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে জাবির মওলানা ভাসানী হল শাখার ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ।
প্রসঙ্গত, গত বুধবার ভোর রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাবির মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের মওলানা ভাসানী হল শাখার সভাপতি ফয়সাল আহমেদ শাকিল গ্রুপের নেতাকর্মীদের উপর সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈ গ্রুপের নেতা-কর্মীরা হামলা চালায়।