1. ccadminrafi@gmail.com : Writer Admin : Writer Admin
  2. 123junayedahmed@gmail.com : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর
  3. swadesh.tv24@gmail.com : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
  4. swadeshnews24@gmail.com : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:
  5. hamim_ovi@gmail.com : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান
  6. skhshadi@gmail.com : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান: : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
  7. srahmanbd@gmail.com : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
  8. sumaiyaislamtisha19@gmail.com : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান
ছোট পর্দায় আজ - Swadeshnews24.com
শিরোনাম
ওমরাহ পালনে সস্ত্রীক সৌদি যাচ্ছেন মির্জা ফখরুল ৭৬ বছরের ইতিহাসে প্রথম, সারা দেশে টানা তাপপ্রবাহের রেকর্ড দেশে নয়, বিদেশে নির্জন দ্বীপে বসছে শাকিব খানের বিয়ের আসর ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-অপ্যায়ন সম্পাদক হলেন সোহেল চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পাচ্ছেন জায়েদ খান শাকিবের তৃতীয় বিয়ে, মুখ খুললেন অপু বিশ্বাস ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনার দাম আরও কমল রাজধানীতে পানি, স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির জায়েদ খানের এফডিসিতে ফেরা হবে কিনা, জানালেন ডিপজল কক্সবাজার জেলায় কত রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট সিনেমা হলে দেওয়া হচ্ছে টিকিটের সঙ্গে ফ্রি বিরিয়ানি ঢাকায় বড় জমায়েত করতে চায় বিএনপি ১৫ বছর পর নতুন গানে জেনস সুমন যশোরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

ছোট পর্দায় আজ

  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ২৫৮ Time View

এটিএন বাংলায় ‘ডিবি’
এটিএন বাংলায় আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে হাজার পর্বের ধারাবাহিক নাটক ‘ডিবি’-এর ২৬১তম পর্ব। সমসাময়িক সত্য ও সত্যের কাছাকাছি ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এক হাজার পর্বের ধারাবাহিক নাটক ‘ডিবি’। ড. মাহফুজুর রহমানের গল্প ভাবনায় ধারাবাহিকটি রচনা করেছেন লিটু সাখাওয়াত ও মনসুর চঞ্চল। পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম। বাংলাদেশের অনেক সফল ও গুণী অভিনয়শিল্পী পর্যায়ক্রমে এ ধারাবাহিকে অভিনয় করেছেন। নাটকের মাধ্যমে বেশ কিছু নতুন শিল্পীর অভিষেক ঘটেছে। ভিন্ন ভিন্ন গল্প নিয়ে নির্মিত এই দীর্ঘ ধারাবাহিকটির পাঁচটি পর্ব নিয়ে আবর্তিত হচ্ছে একটি গল্প। যেখানে ডিবি অফিসারদের টিমে নির্দিষ্ট কয়েকজন অভিনেতা-অভিনেত্রী অভিনয় করবেন। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব, সৈয়দ শুভ্র, ইউসুফ রাসেল, মিমো, ছবি, হুমায়েরা হিমু, হীরা প্রমুখ।  

চ্যানেল আইতে ‘পাতালপুরীর রাজকন্যা’
চ্যানেল আইতে আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে মেগাধারাবাহিক ‘পাতালপুরীর রাজকন্যা’। গল্প ভাবনা  ইবনে হাসান খান। রচনা ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে মূলত শাহেদ শরীফ খান এবং লাক্স চ্যানেল আই তারকা তারিন। এই দু’জন ছাড়া বাকি সব অভিনয়শিল্পী নবীন। অনুমতিসাপেক্ষে এই ধারাবাহিকটি নির্মাণ হয়েছে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় সিরিয়াল ‘অয়োময়’ আদলে। এই ধারাবাহিকের প্রধান চরিত্রের নামও মির্জা সাহেব।

একুশে টেলিভিশনে ‘থ্রি কমরেডস’
একুশে টেলিভিশনে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘থ্রি কমরেডস’। কমেডি ধাঁচের এ নাটকটির গল্প গড়ে উঠেছে একটি মেসবাড়িকে কেন্দ্র করে। শফিকুর রহমান শান্তনুর রচনা এবং দীপু হাজরা পরিচালনায় নির্মিত ‘থ্রি কমরেডস’ নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন হাসান মাসুদ, শাহরিয়ার নাজিম জয় এবং আদনান ফারুক হিল্লোল। নাটকটিতে আরও অভিনয় করেছেন নওশীন, অহনা, সীমানা, শামস সুমন, গোলাম ফরিদা ছন্দা, মাসুদ রানা মিঠু, সুমনা সোমা, ড. ইনামুল হক, কচি খন্দকার, তন্দ্রা, সিরাজ হায়দার, তুষার মাহমুদ, সুজাত শিমুল, মরিয়ম সরকারসহ আরও অনেকে। 

এনটিভিতে ‘ফ্যামিলি প্যাক’
আজ রাত ৯-৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি প্যাক’। আলী ফিদা একরাম তোজো’র রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, কায়েস চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, মিশু সাব্বির, মৌটুসী বিশ্বাস, বুড়িআলী, অগ্নিলা, ঊর্মিলা, অর্চিতা স্পর্শিয়া প্রমুখ। ‘গোলাম কিবরিয়া সাহেবের ফ্যামিলি সদস্য সংখ্যা ৯। তিন ছেলে, চার মেয়ে, তিনি নিজে এবং তার স্ত্রী। গোলাম কিবরিয়া তার সাত ছেলেমেয়েকে সম্পত্তি মনে করেন। বড় ছেলের বয়স প্রায় চল্লিশ, ছোট মেয়ের বয়স পঁচিশ। কারও বিয়ে দেননি তিনি এখনও। প্রতিদিন সকালে তার কলিং বেল শোনামাত্র সাত ছেলেমেয়েকে দাঁড়াতে হয় সারি বেঁধে। তিনি তাদের পকেট মানি ধরিয়ে দেন এবং আগের দিনের হিসাবপত্র বুঝে নেন। তামাশার পর তামাশা। সবচেয়ে ছোট মেয়ের বিয়ে হয়ে গেলে মনে হয় গল্প যেন শেষ হয়ে গেলো। আসলে গল্পের শুরু তখনই।  

আরটিভিতে ‘নোয়াশাল’ 
মীর সাব্বিরের গল্পে কামরুল হাসানের রচনা এবং মীর সাব্বিরের  চিত্রনাট্য ও পরিচালনায় আজ আরটিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’। প্রচার সময় রাত ৯টা ০৫ মিনিট। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, খায়রুল আলম সবুজ, চিত্রলেখা গুহ, ডলি জহুর, আলীরাজ, মীর সাব্বির, রওনক হাসান, ফারুক আহমেদ, নাজনীন হাসান চুমকি, অহনা, নিশা, বিনয় ভদ্র, আমিন আজাদ, সুভাশীষ ভৌমিক, বাদল, হায়দার, দেব মিঠুসহ আরও অনেকে।

বাংলাভিশনে ‘হাটখোলা’
বাংলাভিশনে শুরু হয়েছে ধারাবাহিক নাটক ‘হাটখোলা’। জাকির হোসেন উজ্জ্বলের রচনা ও শামীম জামানের পরিচালনায় নাটকটি প্রচার হয় প্রতি সপ্তাহে রোব ও সোমবার রাত ৮টা ১৫মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন মৌটুসী, প্রভা, রুনা খান, রহমত আলী, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, আখম হাসান, শামীম জামান, আরফান আহমেদ, জয়রাজ, শামীমা তুষ্টি প্রমুখ। এই নাটকের পাত্রপাত্রীদের চারিত্রিক বৈশিষ্ট্য দর্শকদের হাসাবে, আবেগাপ্লুত করবে, অবাক করবে, আবার কাঁদাবে। এভাবেই নানা কাহিনী এবং হাসি কান্না ও দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে এগিয়ে চলে ধারাবাহিক নাটক ‘হাটখোলা’র কাহিনী ।

মাছরাঙা টেলিভিশনে ‘ক্ষণিকালয়’
মাছরাঙা টেলিভিশনে আজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ক্ষণিকালয়’। নাটকটি লিখেছেন আজাদ আবুল কালাম এবং পরিচালনা করেছেন রহমতউল্লাহ তুহিন। আর এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, হাসান ইমাম, পীযূষ বন্দোপাধ্যায়, রাইসুল ইসলাম আসাদ, মুনমুন, ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, শহীদুল আলম সাচ্চু, হিল্লোল, নওশীন, ইশানা, আদনান প্রমুখ।

চ্যানেল নাইনে ‘প্যাভিলিয়ন’
চ্যানেল নাইনে আজ রাত ৮টা ৩০ মিনিট প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘প্যাভিলিয়ন’। চিত্রনাট্য ও পরিচালনায় ইশতিয়াক আহামেদ রুমেল এবং অভিনয়ে মাসুদ আলী খান, লায়লা হাসান, তৌকীর আহমেদ, জেনী, মারজুক রাসেল, তানজিকা, সোহেল খান, মুনিরা মিঠু, ডা. এজাজ, মিশু সাব্বির, ভাবনা, বিপাশা কবির, সমাপ্তি মাসুক, কবির এহসান, ছবি আরাফাত, শফিক আহমেদ, ইশতিয়াক খান, ফারুক আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 SwadeshNews24
Site Customized By NewsTech.Com