আইএসের চেয়ে বড় হুমকি ইরান: নেতানিয়াহু

43835_netaইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান, কট্টরপন্থি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও ফিলিস্তিনি যোদ্ধা সংগঠন হামাসকে একই দলের অংশ বলে মন্তব্য করেছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জার্মানির নাৎসী বাহিনীর সঙ্গে তুলনা করেছেন। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। জাতিসংঘকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, পরমাণু অস্ত্রে সমৃদ্ধ হলে ইরান ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লিভেন্টের (আইএসআইএল) চেয়ে আরও বড় হুমকি হিসেবে আবির্ভূত হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখার সময় নেতানিয়াহু এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, কোন ভুল করবেন না। আইএসএলকে অবশ্যই পরাস্ত করতে হবে। কিন্তু, আইএসআইএলকে পরাজিত করা ও ইরানকে পরমাণু শক্তি অর্জনের দ্বারপ্রান্তে ছেড়ে দেয়ার অর্থ খ- লড়াইয়ে জয়ী হওয়া ও যুদ্ধে হেরে যাওয়া। নেতানিয়াহু বলেন, আইএসআইএল ও হামাস ‘একই বিষাক্ত গাছের শাখা-প্রশাখা’। ইরাক ও সিরিয়ায় আইএসআইলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক জোটের পরিচালিত বিমান অভিযানের সঙ্গে গাজায় ইসরাইলি সামরিক অভিযানের তুলনা করেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *