আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের পশ্চিম রাজিবপুরে কাইমেট ফিল্ড স্কুল মাঠ দিবস অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার কাইমেট ফিল্ড স্কুল মাঠ দিবসের এক আলোচনা সভা স্কুল চত্বরে স্থানীয় চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এটিএম মাহাবুব আলম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ডিজাস্টার এন্ড কাইমেট রিস্ক ম্যানেজমেন্ট ইন এগ্রিকালচার প্রকল্পের আওতায় সুন্দরগঞ্জ কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাশেদুল হক প্রধান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সত্যেন কুমার, প্রকল্প মনিটরিং অফিসার আশাফুদৌলা, উপজেলা প্রেস কাব’র আহবায়ক রাশিদুল আলম চাঁদ, বকের উপ-সহকারি কৃষি অফিসার শামছুল হক, কৃষক মোস্তাফিজার রহমান আজাদ, কৃষাণী মুক্তা বেগম প্রমুখ। পরে মাঠ দিবসের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্থাপিত কয়েকটি স্টল ঘুরে দেখেন অতিথিগণ।