1. ccadminrafi@gmail.com : Writer Admin : Writer Admin
  2. 123junayedahmed@gmail.com : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর
  3. swadesh.tv24@gmail.com : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
  4. swadeshnews24@gmail.com : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:
  5. hamim_ovi@gmail.com : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান
  6. skhshadi@gmail.com : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান: : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
  7. srahmanbd@gmail.com : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
  8. sumaiyaislamtisha19@gmail.com : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান
৫৫তম জন্মদিন পালন- হ্যাটস অফ টু ম্যারাডোনা - Swadeshnews24.com
শিরোনাম
ওমরাহ পালনে সস্ত্রীক সৌদি যাচ্ছেন মির্জা ফখরুল ৭৬ বছরের ইতিহাসে প্রথম, সারা দেশে টানা তাপপ্রবাহের রেকর্ড দেশে নয়, বিদেশে নির্জন দ্বীপে বসছে শাকিব খানের বিয়ের আসর ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-অপ্যায়ন সম্পাদক হলেন সোহেল চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পাচ্ছেন জায়েদ খান শাকিবের তৃতীয় বিয়ে, মুখ খুললেন অপু বিশ্বাস ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনার দাম আরও কমল রাজধানীতে পানি, স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির জায়েদ খানের এফডিসিতে ফেরা হবে কিনা, জানালেন ডিপজল কক্সবাজার জেলায় কত রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট সিনেমা হলে দেওয়া হচ্ছে টিকিটের সঙ্গে ফ্রি বিরিয়ানি ঢাকায় বড় জমায়েত করতে চায় বিএনপি ১৫ বছর পর নতুন গানে জেনস সুমন যশোরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

৫৫তম জন্মদিন পালন- হ্যাটস অফ টু ম্যারাডোনা

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫
  • ১৮৪ Time View

99215_s3 (1)দিয়েগো ম্যারাডোনার ৫৫তম জন্মদিন ছিল গতকাল। ১৯৬০ সালের ৩০শে অক্টোবর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের ভিলা ফিওরিওতিও-এ জন্মগ্রহণ করেন ফুটবলের এ জীবন্ত কিংবদন্তি। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের মতো তিনিও গরিব ঘরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন কারখানা শ্রমিক। ৮ ভাইবানের মধ্যে ম্যারাডোনা চতুর্থ। টানা তিন বোনের পর ম্যারাডোনার জন্ম হয়। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আগ্রহ ছিল প্রবল। ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার জীবনে তিনি প্রথম ফুটবল উপহার পান তৃতীয় জন্মদিনে তার চাচাতো ভাইয়ের কাছ থেকে। ৯ বছর বয়স পর্যন্ত চাচাতো ভাইয়ের দেয়া ওই বল নিয়েই তিনি রাতে ঘুমাতেন। ৮ বছর বয়সে স্থানীয় একটি মাঠে ফুটবল খেলার সময় তার প্রতি নজর পড়ে একজন স্কাউটের। তিনি বুঝতে পেরেছিলেন, এ বালকের মধ্যে একজন বিশ্বমানের ফুটবলার হওয়ার সব মাল-মশলা আছে। ওই স্কাউটই তাকে ফুটবলার হওয়ার প্রথম ধাপে এগিয়ে দেন। ৯ বছর বয়সে প্রথম আনুষ্ঠানিক ফুটবল দীক্ষা পান ম্যারাডোনা। আর্জেন্টিনোস জুনিয়র ক্লাবে তাকে ভর্তি করে নেয়া হয়। ১৯৭২ সালে তার বয়স যখন ১২ বছর তখন আর্জেন্টিনোস জুনিয়র ক্লাব জুনিয়র চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে। তখন এ ক্লাবটি টানা ১৪০ ম্যাচ জেতার বিরল রেকর্ড গড়ে। আর এ রেকর্ড গড়তে সামনে থেকে নেতৃত্ব দেন পুচকে ম্যারাডোনা। ওই বছরই ক্লাবটি তাকে ১০ নম্বর জার্সি পরতে দেয়। সবচেয়ে মজার তথ্য হলো, তাকে প্রথমবারের মতো ১০ জার্সি পরিয়ে দেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। জুনিয়র চ্যাম্পিয়নশিপের শিরোপা উদযাপনের জন্য আর্জেন্টিনোস জুনিয়র ক্লাবটি পেলে-কে আমন্ত্রণ জানায়। ওই ১০ নম্বর জার্সি পরে আর পেছনে তাকাতে হয়নি। ইতিহাস গড়ে গেছেন একের পর এক। বাল্যকালে ১০ নম্বর জার্সি পরিয়ে দেয়া সেই কিংবদন্তি পেলের সঙ্গে এক সময় তার তুলনা চলে আসে। এমনকি এখন পর্যন্ত প্রশ্ন সর্বকালের সেরা ফুটবলার কে- পেলে নাকি ম্যারাডোনা? আর্জেন্টিনার এ ফুটবল কিংবদন্তির ৫৫তম জন্মদিন উপলক্ষে তার কিছু জানা-অজানা তথ্য নিচে দেয়া হলো-
–    তার পুরো নাম দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা ফ্রান্সো।
–     তার ডাকনাম ছিল ‘এল পিবে দে ওরো’। যার অর্থ ‘দ্য গোল্ডেন বয়’।
–     ৮ বছর বয়সে বাড়ির পাশের এক মাঠে ফুটবল খেলতে গেলে তিনি এক স্কাউটের চোখে পড়েন। তার জীবনের মোড় ঘুরে যায় তখন।
–     ম্যারাডোনার জুনিয়র ক্লাবের নাম ছিল ‘বুয়েন্স আয়ার্স আর্জেন্টিনোস’।
–    ১৯৮১ সালে বোকা জুনিয়র্সে যোগ দেন ম্যারাডোনা। ওই বছর তার দল আর্জেন্টিনার লীগ শিরোপা জেতে। ওটাই ছিল আর্জেন্টিনায় ম্যারাডোনার একমাত্র লীগ শিরোপা।
–     ১৯৮২ সালে বোকা জুনিয়র্স থেকে বিশ্ব রেকর্ড ৭.৬ মিলিয়ন পাউন্ডে তাকে দলে ভেড়ায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।
– ১৯৮৩ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল-ক্লাসিকো ম্যাচ জেতে বার্সেলোনা। ওই ম্যাচে জয়সূচক গোলটি করেন দিয়েগো ম্যারাডোনা। প্রথমবারের মতো সেবার রিয়াল মাদ্রিদের সমর্থকরা কোন বার্সেলোনার খেলোয়াড়ের খেলায় হাততালি দিয়ে অভিনন্দন জানায়।
–     মাদক টেস্টে উত্তীর্ণ না হওয়ায় ম্যারাডোনা ১৫ মাস ফুটবলে নিষিদ্ধ হন।
–     ক্যারিয়ারে ৬৮০ ম্যাচে ৩৪৫ গোল করেছেন ম্যারাডোনা।
–     একটি নির্দিষ্ট টুর্নামেন্টের এক আসরে সর্বাধিক ফাউলের শিকার হওয়ার রেকর্ড তার। ১৯৯০ বিশ্বকাপে তাকে ৫০ বার ফাউল করা হয়।
–    এক ম্যাচে সর্বাধিক ফাউলের শিকার হওয়ার রেকর্ডও তার। ১৯৮২ বিশ্বকাপে ইতালির বিপক্ষে তিনি ২৩ বার ফাউলের শিকার হন।
– ১৯৮৬ সালে তিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান। ওই বিশ্বকাপে ইতিহাসের সবচেয়ে স্মরণীয় দুটি গোল করেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম গোলটি হাত দিয়ে করেন। যা এখনও ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত। আর দ্বিতীয় গোলটিকে এখনও বিশ্বকাপের সেরা গোল বলা হয়। এমন কি সেটা শতাব্দীর সেরা গোল।
–    পেলের সঙ্গে বিংশ শতাব্দীর সেরা ফুটবলার তিনি। এটা ফিফার জরিপের ফল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 SwadeshNews24
Site Customized By NewsTech.Com