জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাট হাতে দ্যুতি ছড়ালেন মোহাম্মদ মিথুন। বাংলাদেশ ‘এ’ দলের ওয়ানডাউন এ ব্যৗটসম্যান নিজের উইকেট দেয়ার আগে খেললেন ৬৬ রানের ইনিংস। হারারে স্পোটস ক্লাব মাঠে টস জিতে শুভাগতবাহিনীকে ব্যাটিংয়ে পাঠান জিম্বাবুয়ে ‘এ’ দলের অধিনায়ক টিনোটেন্ডা মুতোম্বদজি। হারারে স্পের্টন ক্লাব মাঠে ইনিংসের ৩৮ ওভার শেষে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ১৭৬/৩। ওপেনার সাদমান ইসলাম করেন ৪৭ রান। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩৮ রানে জয় কুড়ায় বাংলাদেশ ‘এ’ দল। ওই ম্যাচে সেঞ্চুরি হাঁকান মোহাম্মদ মিথুন।