বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারের উচিত হবে নির্বাচনকালীন সময় বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার বা তাদের বাড়িতে অভিযান না চালানো। দেশের সর্বত্র দেখা যাচ্ছে সরকারি দলের প্রার্থীদের পক্ষ অবলম্বন করে বিরোধীদলের প্রার্থী এবং নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে আটক করা হচ্ছে, যাতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। বিএনপির সিনিয়র এই নেতা আরও বলেন, সরকার প্রতি থানায় ৫০ থেকে ১০০ জনের একটি তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে নানাভাবে অভিযান অব্যাহত রেখেছে। সাধারণ ভোটারদের মধ্যে নানাভাবে পুলিশ এবং সরকারি দলের ক্যাডাররা ভয়ভীতি এবং আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। এসব কারণে পৌর নির্বাচনে সারাদেশে কোনো সুষ্ঠ পরিবেশ সৃষ্টি হয়নি। তিনি আরও বলেন, এরপরও বিএনপি নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে ময়দানে থাকবে। যদি সরকার দলীয় প্রার্থীরা ভোট জালিয়াতি করে, কেন্দ্র দখল করে তাহলে আরও একবার প্রমাণিত হবে ভবিষ্যতে এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এতে গণতন্ত্রের পথ আরও সুগম হবে। তিনি বলেন, এতে জঙ্গিবাদের উত্থান আরও ব্যাপকভাবে দেখা দেবে। নির্বাচন যদি সুষ্ঠু ও অবাধ হয় তাহলে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। তিনি গতকাল কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ মার্কার সমর্থনে গণসংযোগপূর্ব বসুরহাট উত্তর বাজারের এক সংক্ষিপ্ত সভায় একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, সম্পাদক নুরুল আলম সিকদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মাহমুদুর রহমান রিপন, মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ।