মডেলিং আর ফটোশুটে ব্যস্ত ফারহানা রেইন

r1সম্পাদনায়- আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: স্বপ্ন বিলাসী মডেল ফারহানা রেইন। মিডিয়াতে দীর্ঘদিন যাবত সফলতার সাথে কাজ করছেন। বিভিন্ন ফ্যাশন শোসহ, অভিনয় ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন এই মডেল। বর্তমানে অনেক ব্যস্ত সময় পার করছেন এই মডেল। র‌্যাম্প মডেল ফারহানা রেইন সম্প্রতি অনেকগুলো ফ্যাশন শো ও ইভেন্ট এ ফটোশুট এ অংশগ্রহন করেছেন।

keyচিটাগাং থিয়েটার ইন্সটিউট এ ফ্যাশন ডিজাইনার তাহজিব অপু কোরিওগ্রাফিতে ও এবি রনির আয়োজনে সেলেব্রেটি ফ্যাশন নাইট ২০১৬ তে ব্রাইডাল ফ্যাশন শো, অল পণ্য ডট কমের ফটোশুট, স্টারলিট ব্রাইডাল ফ্যাশন শো, কে ক্রাফট এর ফটো শুট। ভালবাসা দিবস উপলক্ষ্যে এটিএন বাংলাতে বসন শৈলী তে স্পেশাল প্রোগ্রাম করেছেন যা আগামী ১৩ ফেব্র“য়ারীতে দেখানো হবে। অনুপম দত্তের কোরিওগ্রাফিতে শ্রীময়ী ফ্যাশন হাউজ এর ফটোশুট। এছাড়াও দেশ টিভিতে লিনা খানের কোরিওগ্রাফিতে শো’তে অংশগ্রহন করেছেন।

sreemoye

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *