আমি জুনায়েদ, গুটিবাজি এবং নাগরিক দায়িত্ববোধঃ সাংবাদিক সাইমুর রহমান (ভিডিও)

আমি জুনায়েদ এবং কিছু কথা!

জাতি হিসেবে আমরা বরাবর বিনোদন প্রিয় । এবং খানিকটা হুজুগে । বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের হুজুগের অন্যতম বিষয় জুনায়েদ-সাদিয়া । তাদের নিয়ে চলছে ভালো মন্দ নানান ধরণের হাস্য রসাত্মক ক্রিয়া প্রতিক্রিয়া ।

বানানো হচছে নানান ধরণের ভিডিও! কিন্তু আমাদের আসলে কি করা উচিৎ? আমাদের নাগরিক দায়িত্ব কি? শুধু কিছু সীমাবদ্ধতায় সীমাবদ্ধ?

অবশ্যই নয়! এই নিয়ে অল্প কিছু কথা বলেছেন, সময়ের তরুণ কণ্ঠস্বর, প্রতিভাবান সাহসী সাংবাদিক, অগ্রগন্য কিংবদন্তী আর জে, বহুমুখি প্রতিভার অধিকারী অসাধারণ একজন মানুষ । রেডিও স্বদেশ এর প্রধান এবং প্রতিষ্ঠাতা “সাইমুর রহমান”

প্রিয় দর্শক,

দেখুন ভিডিওটি …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *