যুক্তরাজ্যের চিপ নির্মাতা প্রতিষ্ঠান ডায়ালগ সেমিকন্ডাক্টরের ব্যবসার একাংশ কিনতে এক চুক্তিতে সম্মত হয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ।
গত বৃহস্পতিবার এক ঘোষণায় প্রতিষ্ঠান দুটি এই অধিগ্রহণের চুক্তির অঙ্কটা জানিয়েছে ৬০০ মিলিয়ন বা ৬০ কোটি মার্কিন ডলার।
অ্যাপল তাদের আইফোনের ব্যাটারি লাইফ ম্যানেজের জন্য ফোনে ডায়ালগের চিপ ব্যবহার করে থাকে। আর এখন এই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির পেটেন্ট ও ৩০০ প্রকৌশলীর একটি টিম অধিগ্রহণ করে নিল অ্যাপল। প্রকৌশলীদের অনেকেই আগে থেকেই অ্যাপল ডিভাইসের চিপের কাজ করেছে।
ডায়ালগ সেমিকন্ডাক্টরের কার্যালয় ব্রিটেন, ইতালি ও জার্মানিতে রয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই অধিগ্রহণের ফলে চলতি বছরের আয়ে তাদের কোনো প্রভাব ফেলবেনা এবং অ্যাপলের যেসব পণ্য এখন চিপ উৎপাদন প্রক্রিয়ায় রয়েছে, সেগুলো যথাসময়েই সরবরাহ করা হবে।
চুক্তি অনুযায়ী ৬০ কোটি মার্কিন ডলারের মধ্যে ৩০ কোটি ডলার ডায়ালগের প্রকৌশলী ও কার্যালয়ের জন্য নগদ প্রদান করা হবে আর বাকি ৩০ কোটি ডলার আগামী তিন বছর ডায়ালগের চিপ সরবরাহের জন্য।
সূত্র: সিএনবিসি