পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্যুৎ চৌধুরিকে আবোরো চেয়ারম্যান পদে দেখতে চায় এলাকাবাসী

সাদা মনের আলোকিত মানুষ একজন আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। উপজেলা নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আবোরো চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী। উপজেলার তৃণমূল সাধারণ নাগরিকসহ সর্বস্তরের ভোটারবৃন্দের নিকট একজন আলোকিত মানুষ হিসেবে মনোনয়ন প্রত্যাশার নেপথ্যের কিছুকথা।
বিগত উপজেলা পরিষদ নির্বাচনে স্বতঃস্ফুর্ত সম্মানিত ভোটারদের রায়ে বিপুল ভোটের ব্যবধানে নিকটতম প্রার্থীকে পরাজিত করে পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। উপজেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় আওয়ামী লীগসহ নেতৃস্থানীয় দলীয় হাই-কমান্ডের দায়িত্বশীল শীর্ষ নেতৃবৃন্দের নিকট বিদ্যুৎ চৌধুরী সত্যিই একজন জনপ্রিয় মুখ। উপজেলার সচেতনসহ সর্বস্তরের এলাকাবাসীর মতামতের প্রেক্ষিতে আসছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। তিনি দলীয় মনোনয়ন পেতে শতভাগ আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *