অনলাইন ডেস্ক :
সুদানের দারফুর প্রদেশে আজ বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের সুদীর্ঘ ১৩ বছরের মিশন ডিউটি জিবুতি এফপিইউ কে হস্থান্তর করে সমাপ্ত ঘোষনা হল। ২০০৭ সালে আফ্রিকান ইউনিয়ন ইউনাইটেড নেশন হাইব্রিড মিশনে বাংলাদেশ পুলিশের যাত্রা শুরু হয়। ৩১ ডিসেম্বর ২০২০ সালে এই মিশন সমাপ্ত ঘোষনা করে। তারই ধারাবাহিকতায় ১১ ও ১৩ মার্চ বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট সুদান ত্যাগ করবে। এর আগে জর্ডান, সেনেগাল, টোগো ফর্মড পুলিশ ইউনিট তাদের দায়িত্ব শেষ করে স্ব স্ব দেশে প্রর্ত্যাবর্তন করেছে।
আজ বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের এই টিম দীর্ঘ ২২মাস শেষে দায়িত্ব হস্তান্তর করে। ২০০৭ সালে প্রথম ইউনিট হিসাবে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট দক্ষিন দারফুরের নিয়ালা সুপার ক্যাম্পে শান্তিরক্ষা মিশনে আসে, এরপর কুটুম, এল ফাশেরে তাদের মিশন কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশ ফর্মড পুলিশের এই ইউনিট সফলতার সাথে নিয়ালা সুপার ক্যাম্প নিরাপত্তা প্রদান করে সুদান স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করে, যা সর্ব মহলের কাছে প্রশংসিত হয়। পরবর্তীতে কুটুম টিম সাইট ও এল ফাশের লজিস্টিক বেজ ক্যাম্পে সফলতার সাথে উনামিড শান্তিরক্ষা মিশনের ম্যান্ডেট বাস্তবায়ন করে থাকে। আজ অপারেশন কার্যক্রম হস্থান্তর অনুষ্ঠানে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম ও জিবুতি ফর্মড পুলিশের কমান্ডার মেজর ইয়াসিন দিজামা উপস্থিত ছিলেন। ব্যানএফপিইউ কমান্ডার বলেন আজ দিনটি অনেক আবেগপূর্ণ দিন, আজ থেকে ১৩ বছর আগের বাংলাদেশ শান্তিরক্ষার যাত্রা এই অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হল। জিবুতি কমান্ডার বাংলাদেশ পুলিশের উনামিড মিশনে ম্যান্ডেট বাস্তবায়নকে রোল মডেল হিসাবে উল্লেখ করে বলেন তার টিম ব্যানএফপিইউ এর সম্মানজনক অবস্থান কে ধরে রেখে কাজ করে যাবে। উল্লেখ্য যে আগামী মাসে জিবুতি তাদের মিশন কার্যক্রম শেষ করবে।
মেডিক্যাল অফিসার ডাঃ চন্দ্র শেখর দত্ত বলেন, এই মিশনে আমার দ্বিতীয় বার আগমন, তাই খুব মিস করব এই মিশনকে। মিশন ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের সদস্য হিসেবে নিজেকে ধন্য মনে করছি। এই ডিউটি হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ ও জিবুতির সকল কমান্ড স্টাফগন উপস্থিত ছিলেন।