ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অভিযাত্রায় এগিয়ে যাই নব উদ্যমে’-প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ভূরুঙ্গামারী ইসলামী ব্যাংক কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ফাস্ট এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আকরামুল ইসলাম, সিনিয়র অফিসার তাজুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু সহ প্রেসক্লাবে অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারী শাখার ফাস্ট এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আকরামুল ইসলাম সাংবাদিকদের বলেন ইসলামী ব্যাংক জনগনের ব্যাংক। ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারীতে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। ব্যাংকটি আরডিএস প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের শিশু জন্ম গ্রহণ করলে ওয়েলকাম গিফট প্রদান করে, শিক্ষা বৃত্তি প্রদান করে এবং সুবিধাভোগীদের কেউ মারা গেলে দাফন কাফনের জন্য তাদের পাশে দাঁড়ায়। এছাড়া ক্যাশ ওয়াকফ নামক প্রকল্পের মাধ্যমে জনকল্যাণমুখী কাজে অবদান রাখছে। ইসলামী ব্যাংকের সকল কার্যক্রম আগের ন্যায় সচল রয়েছে।
মনিরুজ্জামান মনির