ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি—ঢাকা মর্ডান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সেশনের ভর্তি চলছে

রাজধানীর খিলগাঁও সিপাহিবাগ এলাকায় অবস্থিত ঢাকা মর্ডান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নতুন শিক্ষাবর্ষ ২০২৬ সেশনের জন্য ভর্তি কার্যক্রম শুরু করেছে। ফেসবুক পেজ ও অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইতোমধ্যে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ভর্তি নিয়ে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

প্রতিষ্ঠানটি প্রি-স্কুল থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর্যন্ত বিভিন্ন শ্রেণিতে নতুন শিক্ষার্থী নেওয়ার কথা উল্লেখ করা হয়।

📚 শিক্ষা ব্যবস্থা ও বিশেষ বৈশিষ্ট্য
প্রতিষ্ঠানটি কেবল পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়; বরং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্ব দেয়। আধুনিক শিক্ষা কাঠামোর সঙ্গে রয়েছে বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম —

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা

সাংস্কৃতিক কার্যক্রম

খেলাধুলা

আর্ট ও কো-কারিকুলার ক্লাব

লিডারশিপ ও ব্যক্তিত্ব গঠনমূলক প্রশিক্ষণ

স্কুল কর্তৃপক্ষ পরিচালক ফরিদ স্যার স্বদেশ নিউজ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সাইমুর রহমানকে জানায়, তারা শিক্ষার্থীদের “balanced focus on academics, sports, arts and extracurricular activities” নীতির মাধ্যমে গড়ে তোলার চেষ্টা করছেন। আধুনিক শ্রেণিকক্ষ, সিসিটিভি মনিটরিং, নিরাপদ ক্যাম্পাস এবং ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম ব্যবহারের মাধ্যমে শিক্ষার মান উন্নত করা হচ্ছে।

🏫 পরিবেশ ও শিক্ষার্থী সেবা নিয়ে পরিচালক রিয়াজ স্যার স্বদেশ নিউজ২৪ সম্পাদক ও প্রকাশক সাইমুর রহমান কে জানান, ঢাকা মর্ডান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং শিক্ষাবান্ধব পরিবেশে পরিচালিত। প্রতিটি ক্লাসে অভিজ্ঞ শিক্ষক নিয়োগ এবং নিয়মিত অভিভাবক–শিক্ষক বৈঠকের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করা হয়। এছাড়া নিয়মিত পরীক্ষা, মডেল টেস্ট ও সেমেস্টার ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা আরও শক্তিশালী করা হয়।

📝 ভর্তি তথ্য

ভর্তি চলছে: ২০২৬ সেশন

স্তর: প্লে, নার্সারি, কেজি, ক্লাস ১–১০ এবং কলেজ

প্রক্রিয়া: সরাসরি অফিসে যোগাযোগ

অবস্থান: খিলগাঁও, সিপাহিবাগ, ঢাকা

অভিভাবকদের সুবিধার জন্য প্রশাসন পক্ষ থেকে ফোনে তথ্য প্রদান, অনলাইন জিজ্ঞাসা এবং ভিজিটিং সুবিধা রাখা হয়েছে বলে জানা যায়।

👨‍👩‍👧 অভিভাবকদের আগ্রহ

স্থানীয় অভিভাবকরা জানান—সিপাহিবাগ–খিলগাঁও এলাকায় মানসম্মত এবং নিরাপদ একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা মর্ডান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ধীরে ধীরে আস্থা অর্জন করেছে। শিশুদের সহশিক্ষামূলক কার্যক্রম, নিয়মিত মনিটরিং এবং আধুনিক শিক্ষার পদ্ধতি অভিভাবকদের আকৃষ্ট করছে।

ভর্তি কার্যক্রম চলমান থাকায় অনেক অভিভাবক ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছেন। খিলগাঁও–সিপাহিবাগ এলাকায় আধুনিক শিক্ষা, শৃঙ্খলা এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার জন্য প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই আলোচনায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *