খিলগাঁও-এ কিশোর গ্যাং এর হামলার শিকার সাংবাদিক শফিকুর রহমান

নিউজ ডেস্ক, সম্পদনায়-সাইমুর রহমান:

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) উপদেষ্টা এবং বিবিএন নিউজের চেয়ারম্যান ও সম্পাদক এবং বার্তা ৫২ নিউজের মালিক শফিকুর রহমান উপর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খিলগাঁও সিপাইবাগ বাজারে সন্ত্রাসী কিশোর গ্যাং শাকিলের নেতৃত্বে যার মোবাইল নাম্বার 01977378760 সহ প্রায় ২০-২৫ জন সন্ত্রাসী সাংবাদিক নেতা শফিকুর রহমানের উপর হামলা করে। এ সময় তার প্রটোকল অফিসার মোঃ সজিবকে সহ অপহরন করে সিপাইবাগ বাজারের নিকটবর্তী একটি পরিত্যাক্ত রিক্সার গ্যারেজে আটক করে মুক্তিপন দাবী করেন। প্রটোকল অফিসার বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাকে প্রচুর মারধোর করেন। বর্তমানে প্রটোকল অফিসার ঢাকা মেডিক্যালে চিকিৎসাদিন অবস্থায় আছে।

সন্ত্রাসীরা শফিকুর রহমানের একটি সাড়ে তিন ভরী ২২ ক্যারেট এর সোনার ব্রেসলেট নিয়া যায় ও পকেটে থাকা ২২,০০০/- এবং প্রায় ১৭,০০০/- বাজার নিয়ে যায়

অভিযুক্ত সন্ত্রাসী শাকিল মুক্তিপন না দিলে পাহাড়ী এলাকায় নিয়া গুম করে মেরে ফেলবে বলে হুমকী দেয়। তারপর গোপন সূত্রে সেনাবাহীনীর লোক চিৎকার শুনে শফিকুর রহমানকে উদ্ধার করে। এই সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এই ঘটনার পর বুধবার দুপুরে শফিকুর রহমান তার রামপুর অফিসে সংবাদ সম্মেলন করেছে এবং রামপুরা বিটিভির সেনাবাহিনী ক্যাম্পে সাংবাদিক নেতা শফিকুর রহমান গেলে সেনা অফিসার সন্ধ্যায় আসতে বলেন। এছাড়াও খিলগাঁও থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *