মোফাজ্জল হোসেন টিপু, নোয়াখালী প্রতিনিধি :
কেন্দ্রীয় কমিটির অবৈধ হস্তক্ষেপে চৌমুহনী থেকে অফিস স্থানান্তরের নির্দেশের প্রতিবাদে দিনব্যাপী ধর্মঘট ও চৌমুহনী পাবলিক হলের সামনে মানববন্ধন করেছে নোয়াখালী জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
মানববন্ধন শেষে সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কাওছার জানান, ৪০ দশকে চৌমুহনীতে প্রকাশন ও মুদ্রন শিল্পের যাত্রা শুরু হয়। দীর্ঘদিন থেকে এখানে সমিতির নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাছাড়া পুস্তক ব্যবসায়ীর অধিকাংশই চৌমুহনীতে। সম্প্রতি একটি কুচক্রী মহলের ইন্দনে কেন্দ্রীয় কমিটি এক আদেশে অফিসটি মাইজদীতে স্থানান্তরের জন্য নির্দেশ দেন। এর প্রতিবাদে রোববার সকাল থেকে নোয়াখালীর সকল পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং মুদ্রন শিল্প সমিতি সর্বাত্মক ধর্মঘট পালন করছে।
এর সাথে ফেনী ও লক্ষীপুর জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সংহতি প্রকাশ করেছে।