নিশ্চিহ্ন হবে মুসলিম ব্রাদারহুড!

full_699787332_1399351515 মিসরের সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী ফাত্তাহ আল-সিসি বলেছেন, তিনি নির্বাচনে জিতলে দেশটির নিষিদ্ধ ঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের কোনো চিহ্নই থাকবে না।

সিবিসি ও অনটিভিকে যৌথভাবে দেয়া এক সাক্ষাৎকারে সোমবার সিসি এ কথা বলেছেন।

সাক্ষাৎকারে সিসি বলেন, ‘মিসরের জনগণই তাদের নিশ্চিহ্ন করবে।’

তাকে দুইবার হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে ওই সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। তবে তিনি ভীত নন উল্লেখ করে বলেন, ‘আমি ভীত নই। আমি ভাগ্যে বিশ্বাস করি।’

তবে কারা তাকে হত্যার চেষ্টা করেছে- এ ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি।

এ সময় সিসি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রার্থী হওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘মিসরের শাসনকাজে সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই।’

সাক্ষাৎকারে সিসি আন্দোলন দমনের নিষেধাজ্ঞা আরোপ নিয়ে প্রণয়ন করা নতুন বিতর্কিত আইনের পক্ষে সাফাই গেয়েছেন।

সাক্ষাৎকারের বাকি অংশ মঙ্গলবার প্রচারিত হবে বলে চ্যানেল দুটির কর্তৃপক্ষ জানিয়েছে।

গত বছরের জুলাইয়ে দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন সিসি।

চলতি মাসের ২৬ ও ২৭ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি বিজয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে।

তবে সিসি যখন মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে অভিযান শুরু করেন, তখন রাজনীতিতে আসার তার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছিলেন।

সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *