২০০৮ সালে ভারতের মুম্বাই হামলার ঘটনায় জীবিত গ্রেফতার হওয়া একমাত্র হামলাকারী ও পরবর্তীতে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু প্রদানকারী আজমল কাসাব জীবিত আছেন!। কাসাবের শিক্ষক বলে দাবিকারী এক ব্যক্তি পাকিস্তানের এক আদালতে আজ একথা বলেছেন।
পাঞ্জাব প্রদেশের ওকারা এলাকার এক প্রাইমারী স্কুলের শিক্ষক ওই ব্যক্তি বলেন, আমি আজমল কাসাবকে শিক্ষা দিয়েছি তবে মুম্বাই হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে যে কাসাবকে ফাঁসি দেওয়া হয়েছে সে আমার ছাত্র কাসাব নয়।
তিনি বলেন, কাসাব নামে যে ছাত্রকে আমি পড়িয়েছি সে জীবিত আছে এবং ভারতে যে কাসাবকে ফাঁসি দেওয়া হয়েছে সে আমার স্কুলের ছাত্র না। ওই ব্যক্তি প্রমাণ হিসেবে তার ছাত্র বলে দাবীকারী কাসাবের স্কুল রেকর্ডও আদালতে জমা দেন।
কাসাবের শিক্ষক দাবীকারী এ ব্যক্তি ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালতের রাষ্ট্রপক্ষের একজন সাক্ষী। এ আদালতে বর্তমানে মুম্বাই হামলার ঘটনার শুনানি চলছে। আদালত শুনানি চলতি মাসের ১৪ তারিখ পর্যন্ত স্থগিত করেছে।
মুম্বাই হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে ২৫ বছর বয়সী পাকিস্তানী নাগরিক আজমল কাসাবকে ২০১২ সালের ১ নভেম্বর পুনের ইয়েরাওয়াদা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দেওয়া হয়।
Leave a Reply