এমপির জন্য অপেক্ষা: রোদে পুড়ে জ্ঞান হারাল অর্ধশতাধিক ছাত্রী

24769_0 পিরোজপুরের এক বিদ্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনকালে ওই বিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্রীর অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
আজ বুধবার দুপুরে জেলা সদরের করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য উপস্থিত হওয়ার পর জাতীয় সংগীত পরিবেশনকালে এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন।
জানা গেছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষ্যে আজ বুধবার সাড়ে ৮টার মধ্যে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ বলে। এ নির্দেশনা অনুযায়ী ছাত্রীরা যথাসময়ে বিদ্যালয়ে হাজির হয়ে অনুষ্ঠানের মূল আকর্ষণ পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একে এম এ আউয়ালকে স্বাগত জানানের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর বেলা ১১.৩০ টায় এমপি উপস্থিত হলে বিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীত পরিবেশনের জন্য দাড় করানো হয় শিক্ষার্থীদের। জাতীয় সংগীতের প্রথম চার লাইন গাওয়ার পরই লাইনে দাড়ানো ছাত্রীরা অজ্ঞান হয়ে পড়ে যায়। এ সময় এমপি আউয়াল ছাত্রীদেরকে দ্রুত হাসপাতালে পাঠাতে বলেন। তবে ক্রমশ অজ্ঞান হয়ে পড়ে যাওয়া ছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। বেলা একটা পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাড়ায় অর্ধশতাধিক।
এ ঘটনায় ওই বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী অসুস্থ হুমাইরা ইসলাম রাফি জানায়, সকাল থেকে রৌদ্রে দাঁড়িয়ে ক্লান্ত অবস্থায় একটু পানি চেয়েছিলেন। কিন্তু পানির কোন ব্যবস্থা সেখানে ছিল না। এরপর লাইনে দাড়ানোর পর বুকে প্রচ- ব্যাথা অনুভব করে সে অজ্ঞান হয়ে পড়ে।
এদিকে এ ঘটনায় অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। অভিভাবক নাসির শেখ বলেন, আমার মেয়ে কিছুদিন আগে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিল। সেই মেয়েকে আড়াই ঘণ্টা প্রচ- রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তিনি সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, এরা কি মানুষ না কসাই?
পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শংকর কুমার ঘোষ বলেন, গণ মনোস্তাত্বিক (মাস সাইকোজেনিক ইলনেস) রোগের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব ধরনের রোগ সাধারণত মেয়েদেরই হয়ে থাকে।
অন্যদিকে এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা অস্বীকার করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম হাওলাদার। তিনি বলেন, মেয়েরা সকালে প্রাইভেট পড়ে খালি পেটে স্কুলে আসার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। পানির ব্যবস্থা না থাকার বিষয়ে তিনি কোন সদোত্তর দিতে পারেননি। কালেরকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *