নাম তার সুন্দরী। দেখতেও সুন্দরী। কিন্তু এই সুন্দরীর শরীরে রয়েছে ভয়ঙ্কর বিষ। আসল কথা হলো ভারতের এক জাতের আমের নাম সুন্দরী। সীমান্ত পথে আসা এ আমে সয়লাব হয়ে গেছে নওগাঁসহ উত্তরাঞ্চলের বাজার।
হলুদের আভা এবং বোঁটার দিকে টকটকে লাল এই আম দেখলে মনে হবে হলুদ আলতার মিশ্রণ। ফলে সহজেই যে কাউকে তা আকৃষ্ট করে। দিনের পর দিন এ আম দোকানে থেকে কুঁচকে গেলেও নষ্ট হচ্ছে না। বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো এ আম মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর হলেও দেখার যেন কেউ নেই। প্রায় প্রতিটি ফলের দোকানে এসব আম সাজিয়ে রাখা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী বলেন, ব্যবসায়ীরা রাইফেলস ও কেক জাতীয় ওষুধ স্প্রে করে ফলের রং উজ্জ্বল করেন। এরপর ফরমালিন দিয়ে আমগুলো সজীব রাখা হয়। লোকজন এর বাহ্যিক রূপ দেখে মুগ্ধ হচ্ছেন। তাই সবার আগে বাজারে আসায় এই বিষাক্ত সুন্দরীর কদরও বেশি। দামও চড়া। প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা।ভয়ঙ্কর এই আমের বিষয়ে নওগাঁর সিভিল সার্জন মো. আলাউদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ভারত থেকে আসা আমগুলো বিষাক্ত। কারণ, একটি আম পেকে যাওয়ার পর অনেক দিন পর্যন্ত দোকানিরা বিক্রি করে থাকেন। কিন্তু পচে না। এর কারণ আমগুলোতে ফরমালিন দেওয়া। তাই এ আম মানুষের শরীরের কিডনি ও লিভারের জন্য ক্ষতিকর।