খালেদার জনসভায় আইভীর ‘না’

ivy সাত খুনের ঘটনায় আলোচিত নারায়ণগঞ্জে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভার প্রস্তুতি বিএনপি নিলেও তা করার অনুমতি দেননি মেয়র সেলিনা হায়াৎ আইভী।
১৪ মে জনসভার দিন ঠিক করে অনুমতির জন্য বুধবার দুপুরে সিটিকর্পোরেশনে আবেদন করেছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার।
তবে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যাকা-ের প্রেক্ষাপটে আইন-শৃক্সখলার অবনতির শঙ্কা থেকে এতে অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন।
মেয়র আইভী রাতে সাংবাদিকদের বলেন, “নারায়ণগঞ্জের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এবং তারা যে স্থানে অনুমতি চাইছে, সেই রাস্তার পাশে হাসপাতাল থাকায় বিএনপিকে অনুমতি দেয়া যাচ্ছে না।”
আওয়ামী লীগের আইভী নেতৃত্বাধীন সিটি কর্পোরেশনের এই সিদ্ধান্তের বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ফাইল ছবি ফাইল ছবি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে বঙ্গবন্ধু সড়কে সমাবেশ করতে চেয়ে সিটি কর্পোরেশনের পাশাপাশি নিরাপত্তার জন্য পুলিশকেও চিঠি দেয় বিএনপি।
তৈমুর আলম সাংবাদিকদের বলেন, “নারায়ণগঞ্জে আইনশৃক্সখলা পরিস্থিতি ভেঙে পড়েছে। একের পর এক খুন-গুমের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন আগামী ১৪ মে সমাবেশ করতে চান।”
বিএনপি বেশ কিছুদিন ধরেই অভিযোগ করে আসছে, তাদের দলের নেতা-কর্মীদের গুম-খুন করা হচ্ছে। গত এক বছরে এর শিকার হয়েছেন ৩১০ জন।
এর মধ্যে গত মাসের মধ্যভাগে নারায়ণগঞ্জে অপহৃত হন পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী এ বি সিদ্দিক। তবে দুদিনের মাথায় তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।
এর দুই সপ্তাহের মাথায় কাউন্সিলর নজরুল এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে তুলে নেয়া হয় গত ২৭ এপ্রিল। তিন দিন পর তাদের লাশ নদীতে পাওয়া যায়।
এই হত্যাকা-ে র‌্যাবের সংশ্লিষ্টতার অভিযোগ নজরুল পরিবার তোলার পর তা নিয়ে সারাদেশে ব্যাপকে আলোচনা চলছে। বিডিনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *