স্কুল শিক্ষিকা ছাত্রীদের দেখাতেন পর্ণ ভিডিওর ক্লিপ৷ এছাড়া নিজের মোবাইল থেকে ছাত্রীদের অন্য ছেলেদের সঙ্গে কথা বলানোর সুযোগ করে দিতেন তিনি৷ হরিয়ানার খোল অঞ্চলের ধবানা গ্রামের রাজকীয় বরিষ্ঠ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে ওই স্কুলের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধেও। তারা স্কুলের ছাত্রীদের সঙ্গে কথা বলার সময় অশ্লীল শব্দ ব্যবহার করেন। এদের মধ্যেই এক শিক্ষক রাতের অন্ধকারে গ্রামের একটি বাড়িতে ঢুকে এক মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করে৷
জানা গেছে, গত বৃহস্পতিবার সে স্কুলের এক শিক্ষক এক মহিলার শ্লীলতাহানিও করেন৷ এই মামলা দায়ের হওয়ার পর পঞ্চায়েত বসলে গোটা ঘটনা সামনে আসে৷ গোটা দিন গ্রামবাসীরা স্কুলের শিক্ষিকাসহ তিন শিক্ষকের বিরুদ্ধে তদন্তের দাবিতে স্কুলে ধরণা দেন৷ এরপরই ছাত্রীদের কাছ থেকে চাঞ্ল্যকর তথ্য পান গ্রাম পঞ্চায়েত৷
ছাত্রীরা পঞ্চায়েতে জানায়, শিক্ষকেরা তাদের সঙ্গে অভদ্র ব্যবহার করতেন এবং খারাপ শব্দ ব্যবহার করে অশালীন আচরণ করতেন৷ ছাত্রীদের অশ্লীল ভিডিও ক্লিপ দেখাতেন। এদের মধ্যে একজন শিক্ষক ছুটির সময় ছাত্রীদের ডেকে নোংরা গল্প করতেন। ছাত্রীদের অভিযোগ- স্কুলের ফিজিক্যাল এডুকেশনের শিক্ষিকা ছাত্রীদের নিয়মিত নোংরা ভিডিও দেখাতেন৷
গ্রাম পঞ্চায়েত এর আগেও দুইবার স্কুলে এই সম্বন্ধে অভিযোগ করেন এবং গ্রামের এক সাফাই কর্মচারীও স্কুল প্রধানের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন৷ তবে আশ্বাস মিললেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি স্কুলের তরফ থেকে৷
বৃহস্পতিবার গ্রামবাসীরা পঞ্চায়েত ডাকেন৷ গ্রামবাসীদের দাবী সব শিক্ষকদের বিরুদ্ধেই মামলা দায়ের করে তদন্ত শুরু করা হোক৷ গ্রামবাসীরা জানান যদি শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তারা স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেবেন৷ খোল থানার অধিকর্তা সুরেন্দ্র সিং জানিয়েছেন, শিক্ষা বিভাগ এই শিক্ষকদের বিরুদ্ধে মামলা দায়ের করলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে৷