ইন্টারনেট ফোন সার্ভিস স্কাইপিতে রিয়েল-টাইমে এক ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তর করার ফিচার যুক্ত করছে মাইক্রোসফট। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা জানিয়েছেন, স্কাইপি ট্রান্সলেটর নামে রিয়েল টাইমে ভাষান্তর করার ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এ বছরের শেষ নাগাদ উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের সঙ্গে এই ফিচারটি পাবেন স্কাইপি ব্যবহারকারীরা।
মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, সারা বিশ্বে প্রতি মাসে ৩০ কোটি মানুষ স্কাইপি ব্যবহার করেন। ভাষার পার্থক্য ঘুচিয়ে সবার সঙ্গে যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে মাইক্রোসফট রিয়েল-টাইম ট্রান্সলেটর ফিচারটি উন্মুক্ত করতে যাচ্ছে। তবে এই সেবাটি ব্যবহারের জন্য কোনো খরচ লাগবে কি না সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি মাইক্রোসফট।