আমরা জজ মিয়া তৈরি করতে চাই না-স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী

netrokona_bg_swadeshnews24আমরা জজ মিয়া তৈরি করতে চাই না। প্রতি ঘটনার তদন্ত শেষ করে যে দোষী তাকেই শাস্তির আওতায় আনা হবে। আমরা কাউকেই ছাড় দেব না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নেত্রকোনার আটপাড়া উপজেলায় নতুন থানা ভবন উদ্বোধনের পর থানার প্রাঙ্গণে শনিবার দুপুর পৌনে ২টার দিকে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশে নৌ পুলিশ বাহিনী গড়ে তোলা হবে। তার সঙ্গে প্রতি ৮শ মানুষের জন্যে একজন করে পুলিশ সদস্য যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে।  

মাদক নির্মূলের প্রতিও সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

দুপুর পৌনে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে থানা ভবনের ফলক উন্মোচন করেন তিনি। ফলক উন্মোচনের আগে তাকে পুলিশ প্রশাসনের পক্ষে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

পুলিশ সুপার জাকির হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নেত্রকোনা-৩  (কেন্দুয়া- আটপাড়া) আসনের এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশী, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সাবেক আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদ, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান বিপিএম, পিপিএম, বিজ্ঞ পিপি জিএম গোলাম পাঠান বিমল, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা পরিষদ প্রশাসক মতিয়র রহমান খান, যুগ্ম সম্পাদক নুর খান মিঠু, আটপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুলতান উদ্দিন আহমদ, সম্পাদক আবু নাসের মিলু প্রমুখ। 

এছাড়া সমাবেশে কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট আবদুল মতিন, মীর মেহেদী হাসান টিটু ও আলমগীর হাসান উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান সকাল ১০টা ৫০মিনিটে হেলিকপ্টার যোগে নেত্রকোনা মোক্তারপাড়া হ্যালিপ্যাড মাঠে অবতরণ করেন। সেখান থেকে সড়কপথে তিনি আটপাড়া উপজেলায় পৌঁছেন। 

এখানে নতুন ভবন উদ্বোধনের পর থানা প্রাঙ্গণে স্থানীয় পুলিশ প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন। 

সমাবেশ শেষে মন্ত্রী দুপুর ২টার দিকে তিনি জেলা সদরে আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *