নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ভুয়া অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে প্রভাব বিস্তারের সময়ে পুলিশ এক প্রতারক ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে। শনিবার বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল পুলিশ ট্রাফিক বক্স থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো – আবুল কালাম আজাদ (৪২) ও তার ছেলে ইব্রাহিম (২৫)।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন জানান, দুপুর ৩টায় আজাদ নিজেকে চট্রগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে শিমরাইল ট্রাফিক পুলিশ বক্সে গিয়ে দু’টি টিকেট ফ্রি করে দিতে কর্তব্যরত ট্রাফিক পুলিশদের নির্দেশ দেন। এ সময় কথাবার্তায় অসংলগ্ন থাকায় ট্রাফিক সার্জেন্ট জিয়াউল হক করিম সহ অন্যরা মিলে আবুল কালাম আজাদ ও তার ছেলে ইব্রাহিমকে সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করেন। এর আগেও তারা এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।