লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌর ছাত্র শিবিরের সেক্রেটারি মো. হারুনুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত সোয়া ১২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাকিবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়াসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।