ঢাকা : এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বংলাদেশ মিশনের ক্ষমতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন এডিবির প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের চেয়ারপারসন তাকিহিকো নাকাও।
রোববার সকাল ১০টায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
তাকিহিকো নাকাও বলেন, এখন থেকে ছোটখাটো বিষয়গুলো এডিবির প্রধান কার্যালয়ে পাঠানোর প্রয়োজন হবে না। বাংলাদেশ মিশনই তা অনুমোদন দিতে পারবে। তবে মূল প্রজেক্ট অনুমোদনের ক্ষমতা দেওয়া হচ্ছে না। বরং তা প্রধান কার্যালয়ের হাতেই থাকছে।
তিনি আরো বলেন, প্রজেক্ট তৈরির ক্ষেত্রে এখন দীর্ঘসূত্রিতা কমানোর জন্য বাংলাদেশকে বলা হয়েছে।
পদ্মা সেতুতে তারা বিনোয়োগ করছেন বলেও জানান এডিবির প্রেসিডেন্ট। একই সঙ্গে বাংলাদেশের অর্থনীতির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
তাকিহিকো নাকাও আরো বলেন, বাংলাদেশ যেহেতু উন্নয়ন রাষ্ট্রের দিকে যাচ্ছে সেহেতু সেকেন্ডারি লেভেলে পরিবর্তন আনতে হবে। বিশেষ করে কর্মমূখী শিক্ষার ওপর আরো জোর দিতে হবে।