কোস্টারিকার অনন্য অসাধারণ জয়

costarika-311x186উরুগুয়েকে ১-৩ গোলে হারিয়েছে কোস্টারিকা। ম্যাচের প্রথমার্ধে ১-০ তে পিছিয়ে ছিলো তারা। পরে দ্বিতীয়ার্ধে তিন তিনটি গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে কোস্টারিকা। দলের একটি করে গোল করেন জোয়েল ক্যাম্পবেল, ওস্কার ডোয়ার্ট ও মার্কোস ইউরেনা।

দক্ষিণ আমেরিকান দল উরুগুয়ে ম্যাচে এগিয়ে ছিলো। পরে দ্রুত দুটি গোল করে তাদেরকে পিছনে ফেলে জয় ছিনিয়ে নেয় কোস্টারিকা। উরুগুয়ে প্রথম লিড এনে দিয়েছিলেন এডিসন ক্যাভানি।

এবারের বিশ্বকাপে এটিকেই প্রথম অঘটন বলে ধরা হচ্ছে। উরুগুয়েকে হারিয়ে জিতে যাবে কোস্টারিকা, কোস্টারিকার পাঁড়ভক্তরাও তা আশা করতে পারেননি।

১৯৭০ সালের পর বিশ্বকাপের কোনো আসরে প্রথম ম্যাচে জিততে পারেনি উরুগুয়ে। সেই রেকর্ড অক্ষুন্নই রইলো।

প্রথমার্ধে পিছিয়ে থেকেও হতাশ হয়নি কোস্টারিক। তাদের দেওয়া প্রথম গোলটি ছিলো অসাধারণ। ক্যাম্পবেলের তুলনামূলক দূরের শট ঠেকাতে পারেননি ফার্নান্দো মুসলেরা। তাকিয়ে থাকা ছাড়া কিছু করারও ছিলো না তার। দুই মিনিট পর কোস্টারিকা যে গোলটি দিয়েছে, তা ছাড়িয়ে গেছে অসাধারণের সীমানাও।

ফ্রি কিক থেকে গোলবারের বাঁ প্রান্তে বল পাঠান গঞ্জালেজ। বলটি মাটিতে পড়ে যাওয়ার আগ মুহূর্তে হেড করেন ডোয়ার্ট। অনেক দিন চোখে লেগে থাকার মতো এক গোলের জন্ম হয়। ম্যাচের ৮৪ মিনিটে শেষ গোলটি করে জয় নিশ্চিত করে কোস্টারিকা। এর আগে আটবারের চেষ্টাও উরুগুয়েকে হারাতে পারেনি তারা। কিন্তু এবার ঠিকই পারলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *