বাংলাদেশকে নিয়ে হাফিজের হাস্যকর উক্তি !

wpid-mohammad-hafeez-mediaray1Rj Rafi: আইসিসি রেংকিং এ আপাতত ৮ নম্বরে অবস্থান করছে তার দল। ওদিকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০১৭ এর মূল পর্বে খেলতেও ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেরা ৮ দলের মধ্যে থাকতে হবে। তাই বলে যে তার দল পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা পেয়ে গেছে তা নয় মোটেই। তাদেরকে শ্রীলংকার বিপক্ষে শেষ ওডিআই ম্যাচে জিততেই হবে। নতুবা ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়েকে ৫-০ ব্যবধানে হারিয়ে চলে আসতে পারে সেরা আটে।

তারমানে দেখা যাচ্ছে, পাকিস্তানের নিজেদেরই এখনো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত নয়। অপরদিকে দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজ জয়ের পর ৯৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন রেংকিং এর সাত নম্বরে। অদূর ভবিষ্যতে তাদের এ অবস্থান থেকে অবনমনের কোন আশংকা নেই। তারা এখন অফিসিয়ালিই চ্যাম্পিয়নস ট্রফির একটা অংশ।

image

অথচ সেই বাংলাদেশকে নিয়েই হাস্যকর এক মন্তব্য করে বসেছেন মোহাম্মদ হাফিজ, নিজের ভেরিফাইড টুইটার একাউন্টে। তার বক্তব্য, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ভাল ক্রিকেট খেলছে। তাই চ্যাম্পিয়নস ট্রফিতে ৯ দলের খেলা উচিৎ, যাতে বাংলাদেশও সুযোগ পায়।

প্রফেসরখ্যাত হাফিজের এই বক্তব্যে হাসির রোল উঠেছে চারিদিকে। হাফিজ যে এই বক্তব্যের মাধ্যমে নিজেকে জোকার প্রতিপন্ন করে বসলেন! নিজেদেরই যে টুর্নামেন্টে জায়গা নিশ্চিত নয়, সে টুর্নামেন্টে যাদের খেলা নিশ্চিত তাদের হয়ে ওকালতি করে যে লোক, তাকে মানুষ জোকার ছাড়া আর কিই বা বলবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *