যাচাই-বাছাইয়ে বাদ পড়া ৮২ জনের আপিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন ৭৮৬ জন মনোনয়নপত্র দাখিলকারী। এরমধ্যে ৮২ জন নির্বাচন কমিশনে আপিল করেছেন।
আজ সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসে বিকাল ৫টা পর্যন্ত আপিল আবেদন জমা দেন তারা।
এদের মধ্যে বিএনপির মীর নাছির উদ্দিন, গোলাম মওলা রনি, জাতীয় ঐক্যফ্রন্টের রেজা কিবরিয়ার পাশাপাশি স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া আলোচিত হিরো আলমও রয়েছেন। তবে তিন আসনের সব কয়টিতে মনোনয়নপত্র বাতিল হওয়া কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে কোনো আপিল আবেদন হয়নি।
এছাড়া একাদশ সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ে নির্বাচনে বৈধ প্রার্থী হয়েছেন ২ হাজার ২৭৯ জন। এর মধ্যে ঢাকা অঞ্চলের ছয় জেলায় দাখিল হওয়া ৪৭৭টি মনোনয়নপত্রের মধ্যে ১১৬টি বাতিল হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৮ নভেম্বর পর্যন্ত সারা দেশে ৩০০ আসনে ৩ হাজার ৫৬জন মনোনয়ন দাখিল করেন।
এর মধ্যে রংপুর বিভাগে ৩৬১জন, রাজশাহী বিভাগে ৩৫৩জন, খুলনা বিভাগে ৩৫১জন, বরিশাল বিভাগে ১৮২জন, ময়মনসিংহ বিভাগে ২৩৬জন, ঢাকা বিভাগে ৭০৮জন, সিলেট বিভাগে ১৭৭ এবং চট্টগ্রাম বিভাগে ৬৮৮টি মনোনয়ন দাখিল করেন। সবচেয়ে বেশি মনোনয়ন পড়েছে ঢাকা-৮ আসনে ২২টি। মাগুরা-২ আসনে সর্বনিম্ন ৪জন মনোনয়ন দাখিল করেছিল।
তফসীল অনুসারে, ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ২ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র বাছাই পর্ব, আগামী ৯ প্রার্থিতা প্রত্যাহার। এছাড়া প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *