মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সরকারি নির্দেশ অমান্য করায় হোম কোয়ারেন্টিনে থাকা এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন আদালতের বিচারক এবং সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।
দণ্ডপ্রাপ্ত লাল মিয়া (৪৫) সৌদি প্রবাসী। তিনি সাটুরিয়া সদর ইউনিয়নের ব্রাম্মনবাড়ি গ্রামের তারু মিয়ার ছেলে। তিনি ৬ মার্চ ছুটি নিয়ে গ্রামের বাড়ি আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, সদ্য বিদেশ ফেরত প্রবাসীদের নিজ নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। এ বিষয়ে প্রতিদিন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। কিন্তু হোম কোয়ারেন্টিনে থাকা ওই প্রবাসী নির্দেশ অমান্য করে বাড়ির বাইরে স্বাভাবিক চলাফেরা করছিলেন।
গ্রাম পুলিশদের তথ্যের ভিত্তিতে আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে ওই ব্যক্তির গ্রামে অভিযান চালিয়ে এর সত্যতা পান। এ কারণে ওই প্রবাসীকে অর্থদণ্ড এবং তা আদায় করা হয়েছে।