তামিমার বিরুদ্ধে রাকিবের আপিল শুনানির জন্য গ্রহণ

তামিমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা সাইবার ট্রাইব্যুনালে খারিজের আদেশের বিরুদ্ধে তার সাবেক স্বামী রাকিবের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। তামিমা এখন ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী।

আজ রবিবার এ আপিল শুনানির জন্য গ্রহণ করেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ।

এদিন আদালতে রাকিবের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

 

এর আগে গত বছরের ৪ এপ্রিল তামিমার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন রাকিব। মামলার এজাহারে বলা হয়, গত ১৯ মার্চ বেসরকারি একটি টিভি চ্যানেলের ‘সার্চলাইট’ নামে অনুষ্ঠানে একটি অনুসন্ধানী রিপোর্ট প্রচারিত হয়, যেখানে আসামি সাক্ষাৎকার প্রদান করেন। ওই সাক্ষাৎকারে আসামি আমার সম্পর্কে অত্যন্ত আপত্তিকর, ন্যক্কারজনক ও মানহানিকর মন্তব্য করে বলেন, ‘ওনার শিক্ষাগত যোগ্যতা অনেক কম, সে একজন সাইকিক, সাইকোলোজিক্যাল প্রেম না হলে এসব জিনিস বিশ্বাস করে, নিজেও হাতে তাবিজ পরে, গলায় তাবিজ পরে, আধ্যাত্মিক কথাবার্তা বলে, ওকে মেডিকেলে পাঠানো হোক, ও মেন্টালি সাইকো, তুবা মণি রাকিবের জন্য একটা এটিএম কার্ড।’

অভিযোগে আরও বলা হয়, ‘ওই অনুষ্ঠানটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আসামি মিডিয়ায় আমার বিরুদ্ধে মানহানিকর ও আক্রমণাত্মক মন্তব্য করেন। এ ছাড়া আসামি আমার ধর্মীয় মূল্যবোধে আঘাত দিয়ে কথা বলেছেন এবং আমার শিশু কন্যা তুবার (৮) পিতা-কন্যার সম্পর্ককে অপমান করেও বক্তব্য দিয়েছেন, যা আমাকে ও আমার পরিবারকে সমাজে হেয় প্রতিপন্ন করেছে এবং আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এ অবস্থায় আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৫, ২৮ এবং ২৯ ধারার অপরাধের অভিযোগ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এজাহার দায়ের করলাম।’

২০২১ সালের ১৩ জুন সাইবার ট্রাইব্যুনাল এ মামলা নামঞ্জুর করেন। এরপর  রাকিব এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল আবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *