ফেনী প্রতিনিধি :
আল্লাহ পৃথিবীতে তার বান্দাদের চমক দেখানোর জন্য মাঝে মাঝে ব্যতিক্রম কিছু নিদর্শন দেখান । তেমনি লাউ গাছের গোড়ায় একসাথে অর্ধশতাধিকের বেশি লাউ ধরেছে। ঘটনাটি ঘটেছে ফেনীর কাজিরবাগ ইউনিয়নের আজিম উদ্দিনের আঙিনায়।
সূত্রে জানা যায়, লাউ গাছ টি তিনমাস আগে লাগানো হয়েছে। বর্তমানে গাছটি প্রায় দেখতে মৃত মনে হলেও গাছের গোড়ায় একসাথে অর্ধশতাধিক লাউ ধরেছে। আর এটি দেখতে বিভিন্নস্থান থেকে প্রতিদিন লোকজন ওই গ্রামে আসছে।
স্থানীয় ইউপি সদস্য বাবু জানান, এঘটনাটি বিরল। একসাথে এত লাউ আমি আর কখনো দেখিনি।
আজিম উদ্দিন জানান, একসাথে এত লাউ ধরায় আমি খুব আনন্দিত। বাজারে সবজিতে বিষাক্ত ফরমালিন মেশানোর কারনে নিজের আঙিনায় বিভিন্ন ধরনের সবজি করে থাকি। তার মধ্যে এ ঘটনা আমাকে মুগ্ধ করেছে।