বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মাত্র ১৭ বসর বয়সী তরুন মিউজিক ভিডিও পরিচালক রেজাউল ইসলাম রেজা’র ৩য় মিউজিক ভিডিও অনাথ মেঘ কিছু দিনের মধ্যে বাজারে আসচে।গানটিতে কন্ঠ দিয়েছেন এ সময়ের শীর্ষ কন্ঠ শিল্পী এফ এ
সুমন।এফ এ সুমন এর ৩য় একক এলবাম এর অনাথ মেঘ গান টি লিখেছেন বিখ্যাত
গীতিকার বান্না।জে এম মাল্টিমিডিয়া থেকে গান টি তে অভিনয় করেছেন কে এম
রিদয় ও প্রিয়া।
যশোরের ছেলে রেজাউল ইসলাম রেজা বলেছেন এটা কোন মিউজিকাল ফিল্ম নয়।শুধু
মাত্র একটা মিউজিক ভিডিও।অনেক কষ্ট করে আমরা গানটির শুটিং করেছি।আশা
করছি সবাই পছন্দ করবে।আগামীতে এর চেয়ে ভাল কাজ করব ইন্শাল্লাহ।গানটির
শুটিং করা হয়েছে সুন্দর্বন।
রেজা এর মধ্যে ২ টা মিউজিক ভিডিও এর কাজ করে বেশ সাড়া পেয়েছেন।ইতোমধ্যে
অনেক গুলো কাজ হাতে পেয়েছেন।তাই তিনি অনেক ব্যাস্ত সময় কাটাচ্ছেন।
Ajker Shomoy নিউজের সাথে এক সাখ্যাত্কারে তিনি বলেন আসলে মানুষের ইচ্ছা
শক্তি তাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে।আর আমি কথাটির একটি
উজ্জল প্রমান হতে চায়।সকলের দোয়া তে ইনশাল্লাহ একদিন আমার স্বপ্ন পুরন
হবে।
মডেল রিদয় বলেন এর আগে আমি অনেক লোকাল টিভি প্রোগ্রাম করেছি।এবং রেজা
ভায়ের ১ টা মিউজিক ভিডিওতে অংশ নিয়েছিলাম আগে।এবার ভিডিওটা অনেক বেশি
ভাল হবে আশা করি