এম এ হাসান, পরশুরাম :
ফেনীর পরশুরামের চিথলিয়া ইয়ুথ ওয়েব রিডার্স ফোরামের উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের সভাপতি কফিল উদ্দিন মাহমুদ ও সাধারন সম্পাদক শরিফ উদ্দিন আহমদের নেতৃত্বে পরশুরাম প্রেস ক্লাবের সহ সভাপতি ও দৈনিক মানবজমিনের পরশুরাম প্রতিনিধি এম এ হাসান, আবদুল গফুর বাবুল, মহিউদ্দিন জুন্নু, মো.শাকিল,ইলিয়াছ, একরামুল হক, নাজমুল কবির রাজীব, আবদুর রহিম মানিক, নিজাম উদ্দিনসহ ফোরামের ৩০ জন সদস্য চট্রগ্রামের আর্šÍজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, মিনি বাংলাদেশ, পতেঙ্গাসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।