জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৪৩৪ কোটি ৯১ লাখ টাকার চারটি প্রকল্প অনুমোদন করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- ‘চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর সম্প্রসারণ ও উন্নয়ন’ প্রকল্প। যার ব্যয় ধরা হয়েছে ৬৯ কোটি ২৯ লাখ টাকা। প্রকল্পটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হবে।
‘উত্তরাঞ্চলের দরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচি (২য় পর্যায়) প্রকল্প।’ এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৪ কোটি ৮৮ লাখ টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) প্রকল্পটি বাস্তবায়ন করবে।
‘মানিকখালী সেতু নির্মাণসহ আশাশুনী-পাইকগাছা সড়ক উন্নয়ন’ শীর্ষক প্রকল্প। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০৮ কোটি ৮২ লাখ টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে সড়ক ও জনপথ অধিদফতর প্রকল্পটির বাস্তবায়ন করবে।
এছাড়া ‘ট্রান্সমিশন ইফিসিয়েন্সি ইম্প্রুভমেন্ট থ্রো রিয়্যাকটিভ পাওয়ার কমপেনশন এন্ড রিইনফোর্সমেন্টস অব গোয়ালপাড়া সাব স্টেশন’ প্রকল্প পাস হয়। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৬১ কোটি ৯২ লাখ টাকা।
বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান,প্রধানমন্ত্রী চরাঞ্চলে মিষ্টিকুমড়া ও বাদাম চাষের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। এ ছাড়া খুব শিগগির অর্থনৈতিক কর্মকাণ্ডে সংশ্লিষ্টদের নিয়ে অর্থনৈতিক মেলা অনুষ্ঠিত হবে।